যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে পুলিশের পৃথক অভিয়ানে ১৫ কেজি গাজা উদ্ধারসহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ধৃত আসামী লিয়াকত বেনাপোল পোর্ট এলাকার ধন্যখোলা গ্রামের মোঃ কালুর পুত্র।
জানা যায়,২১ আগষ্ট (শনিবার) বিকাল ৪ টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামস্থ লিয়াকতের বসতভিটার রান্না ঘরের মেঝে থেকে ৭ (সাত) কেজি গাঁজা এবং পার্শ্ববর্তী মোঃ রাকিব (২২) এর উঠানের ধানের গোলার মধ্যে থেকে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করে।এ সময় রাকিব পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পলাতক রাকিব একই এলাকার মোঃ জিয়াউরের পুত্র।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে ধান্যখোলা গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন,অপর আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।