সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সরকার ঘোষিত কোভিড-১৯ গণ টিকাদান কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ আগস্ট শনিবার সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে গণ টিকার প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে।
প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে টিকা গ্রহণ করছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান রিজভী দৈনিক কালজয়ীকে বলেন, গণ টিকার প্রথম দিনেই ইউনিয়ন পর্যায়ে ৪৮০০ ডোজ টিকা সম্পন্ন করার প্রত্তয় হাতে নেওয়া হয় ৭ টি ইউনিয়নের প্রতিটিতে ৬০০ ডোস ও ৪ নং পায়রা ইউনিয়নে ৬০১ ডোস ইউনিয়ন পর্যায়ে ৪৮০১ ডোস টিকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ৬০১ ডোস সর্বমোট ৫৪০২ ডোস টিকা দেওয়া হয়েছে।
টিকাদান কর্মসূচীতে কোন প্রকার অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের গণ টিকার কাজ সম্পন্ন হয়েছে।