যশোরের অভয়নগরে সুকুমার দাস (৫০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু হয়েছে। মৃত সুকুমার দাস উপজেলার ধোপাদী গ্রামের দক্ষিণপাড়ার মৃত সুনীল দাসের পুত্র।
জানা যায়, ধোপাদী’র পার্শ্ববর্তী ডুমুরতলা এলাকায় মৃত সুকুমারের একটি মৎস্য ঘের রয়েছে। প্রতিদিনের ন্যায় ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকালে সে ঘেরে কাজ করার উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ওই মৎস্য ঘেরে খুঁজতে গিয়ে তাকে পানির মধ্যে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে সুকুমারের মুত্যু হয়েছে তার সঠিক কারন এখনও জানা যায়নি, তবে সাতার জানা সুকুকারেরকে পানির নিচ থেকে উদ্ধারের বিষটা এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টা নিয়ে চলছে নানা গুঞ্জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগের কর্তব্যরত ডা. চন্দন কুমার সরকার বলেন, হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে। মৃতের সাথে আসা লোকজন মৃত্যুর কারন নিয়ে একাধিক মতামত পোষণ করেছেন । একারনেই মৃত্যুর সঠিক কারন আমরা এখনই বলতে পারছি না।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমার কাছে কোন অভিযোগও আসেনি তবে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি।