মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী মোঃ তাকবির হোসেন ওহি (১৯) মাথাব্যাথা নিয়ে মারা গেছেন।বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের ফুড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর শেখ মোহাম্মদ আশরাফুল।তাকবির হোসেন ওহি রবিবার (২৪ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়।
তাকবিরের রুমমেট আদিত্য জানায়,তাকবিরের বহুদিন যাবত মাথাব্যাথায় ভুগছিলো।এজন্য সে প্রতিদিন রাতে একটা ঔষধ খেয়ে ঘুমাতো।শুক্রবার দুপুরে হঠাৎ সে অজ্ঞান হয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান তার বাবা।রবিবার দুপুর ১২ টায় তার বাবা ফোন দিয়ে বলেন তাকবির মারা গেছে।
পলিটেকনিক ছাত্রাবাসের শিক্ষার্থী আফরান আলমগীর বলেন,সে হোস্টেলের ৩০১ নাম্বার রুমে থাকতো।সে খুব ভাল ছাত্র ও নম্র ভদ্র ছিল।তার এরকম মৃত্যু মেনে নিতে পারছিনা।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মিজানুর রহমান জানান,আমরা গভীরভাবে শোকাহত।তার আত্মার মাগফিরাত কামনা করছি।
তবে মাথাব্যাথায় মৃত্যুর বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলেছে এবং চিকিৎসকদের সাথে কথা বললে তারা জানিয়েছেন,পরীক্ষা-নিরীক্ষা না করে বিষয়টি বুঝা সম্ভব নয় ও নির্দিষ্ট না করে সঠিক বিষয় বলা যাচ্ছে না।