মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল থানাধীন রোজ শুক্রবার (৩০জুলাই) রাত ৯ ঘটিকার সময় গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নির্দেশনায়,এএসআই রকি বড়ুয়া সহ একটি টিমের গোপন তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শ্রীমঙ্গল শহরতলীর আরামবাগের মুছি পট্টির মা আধুনিক ড্রাই ক্লিনার্স এর সামনে থেকে ২জনকে আটক করা হয় ও সাথে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,কালি ঘাট ইউপি ভুড়ভুডিয়া চা বাগানের মৃত হরিলাল কেরুয়ালের এর ছেলে সহজ কেরুয়াল(৫৫),অন্য ব্যক্তি সদর ইউপি পশ্চিম ভাড়াউড়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ আব্দুস সামাদ(৪১)।সহজ কেরুয়াল ও আব্দুস সামাদকে ২কেজি গাঁজা সহ উদ্ধার করে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে যাওয়া হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলতেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে,গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে অভিযান পরিচালনা করিয়া আমরা ২ কেজি গাঁজা সহ ২জনকে আটক করেছি এবং তা নিশ্চিত করেন।উল্লেখ্য,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।