কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়,ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় এমনই গানের সুরে সুরে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পূর্ব প্রান্তের খাগটেকায় গ্রামীণ জনপদের প্রাণের প্রিয় হারানো অতীত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোজ রবিবার (১২ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে জুড়ী কালনীগড় খাগটেকা বাজারের পাশে নৌকা বাইছ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কয়েকটি প্রতিযোগীদের নৌকা।অংশ নেয়া সকল প্রতিযোগী দলকে পরাজিত করে গোলাপগঞ্জের নোহাই পাগলা নৌকা প্রথম স্থান,স্বাধীন বাংলা নৌকা চক তালতলা দ্বিতীয় স্থান ও জয় বাংলা নৌকা ভোলার কান্দি তৃতীয় স্থান অধিকার করে।
জুড়ী সরকারি টিএন খানম কলেজ ছাত্রলীগ নেতা গৌতম দাস ও টেপন কান্তি দাস তপনের যৌথ উপস্থাপনায়,পুরনো গ্ৰামীন ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন করা হয়।বিজয়ী দলগুলোর মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংক রঞ্জন দাশ,সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সহ বিভিন্ন পর্যায়ের গনমাধ্যম কর্মীবৃন্দ।
প্রথম পুরষ্কার দাতা পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ,দ্বিতীয় পুরষ্কার দাতা উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।