1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মৌলভীবাজারের কুলাউড়াবাসী বন্য হাতির আক্রমণে আতংকিত
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের কুলাউড়াবাসী বন্য হাতির আক্রমণে আতংকিত

তিমির বনিক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩০৭ বার পড়েছে
মৌলভীবাজারের কুলাউড়াবাসী বন্য হাতির আক্রমণে আতংকিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর হতে গাজীপুর ফুলতলা সড়কে আদাআদি মোকামের পূর্বপাশে ১ম রোববার (৭ নভেম্বর) রাতে একটি হাতি আক্রমন চালিয়ে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেছে।ঘটনার পর সোমবার (৮ নভেম্বর) থেকে ওই সড়ক দিয়ে চলাচলকারী যান চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়,রোববার রাত আনুমানিক ৭টায় ফুলতলা থেকে কুলাউড়া আসার পথে জুড়ী উপজেলার ফুলতলা ইউপি পশ্চিম বিটুলী গ্রামের আব্দুল বাহারের প্রাইভেট কার (ঢাকা মেট্রো থ ১৭-৩২৯২) যাত্রীসহ হাতির আক্রমনের শিকার হয়।এসময় চালকসহ যাত্রীরা কোন রকম প্রান রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হন।এরপরই অন্য আরেক মোটরসাইকেল যোগে আসার পথে মিসবাউর রহমান হাতির আক্রমনের শিকার হন।তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হন।

আক্রমনের শিকার ব্যক্তিরা জানান,রাতে তারা হাতির অন্য পরিচালক এনে এবং লোকজন জড়ো হয়ে ঢাকঢোল পিঠিয়ে গাড়ী ও মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে যান।এসময় হাতি ঘটনাস্থল থেকে একশ ফুট দুরে অবস্থান নেয়।সোমবার (৮ নভেম্বর) কুলাউড়া-ফুলতলা সড়কে হাতির ভয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো।

বনবিভাগের কুলাউড়ার রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন আহমদ জানান,আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।প্রতিবছরই এই সড়কে হাতি আক্রমন চালায়।সংরক্ষিত বনের মধ্য দিয়ে রাস্তায় রাতে হাতি কিংবা অন্যকোন প্রাণী আক্রমণ করতে পারে।এজন্য এলাকার চলাচলের পথে সকল জনসাধারণের সতর্ক অবস্থানে চলাচলের জন্য আহ্বান করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD