রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় চুয়ান্ন বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে । একাত্তরের উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয়।
এই দিনেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব উদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস।এখন রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫.৫৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি৷ এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ।
পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্যসন্তানদের। সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল জানায়, রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও।