প্রথমবারের মতো মিয়ানমারের জান্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী গণতস্ত্রপন্থী নেত্রী অং সান সুচি।মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেইপিদতে সামরিক জান্তার গঠিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন তিনি।তবে কোন মামলায় তিনি সাক্ষ্য দিয়েছেন,তা জানায়নি আদালত সূত্র।বার্তা সংস্থা এএফপি আদালত সূত্রে এ খবর দিয়েছে।
গত ১ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমাতাসীন গণতাস্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে।তখনই অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে বন্দী করে দখলদার জান্তা।অভ্যুত্থানের পর গৃহবন্দী সুচির বিরুদ্ধে কয়েকটি মামলা করে ক্ষমতাসীন সামরিক সরকার।
এসব মামলায় রাষ্ট্রের গোপন তথ্য পাচার,নিয়মবর্হিভূত ওয়াটিকি রাখা ও ব্যবহার,ক্ষমতায় থাকাকালে ঘুষ গ্রহণ,নিজের দাতাব্যসংস্থার নামে অবৈধভাবে ভূমি অধিগ্রহণ ও করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ আনা হয়।রাজধানী নেইপিদোর বিশেষ সামরিক আদালতে গত জুন থেকে এসব মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।