৫ই ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪টা কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধা কর্ণারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী হোসেন চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি বদরুল হুদা জেনু, লালমাই ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ সফিকুর রহমান, আবুল কাশেম, মহিউদ্দিন, রুহুল আমিন,জাহানারা বেগম, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, আঞ্জুমান আরা বেগম, শামসুন্নাহার, শামীম আহমেদ, আরিফুল ইসলাম, সবুর বাদশা, আবুল হোসেন, ফজলুল করিম, মুক্তিযোদ্ধা আ ন ম সাঈদ আহমেদ,আরাফাত হোসেন ইয়াসিন,মোঃ বশির আহমেদ, শ্যামল,প্রবীর চন্দ্র সিংহ সহ প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আহসান উল্লাহ।অনুষ্ঠানে বক্তারা জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভায় আসন্ন জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন নিয়েও বক্তারা আলোচনা করেন। সভা শেষে কুমিল্লা জেলা কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।