রংপুরের মিঠাপুকুর উপজেলার সাতানি রাঘবেন্দ্রপুর ঘিরনাই নদীতে কদমতলা-খয়েরবাড়ি ঘাট রাস্তায় ৭২ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন সাংসদ এইচএন আশিকুর রহমান। ৩মার্চ বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার মিলনপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে খয়েরবাড়ি ঘাটে বহুল প্রত্যাশিত এ ব্রিজের উদ্বোধন করা হয়।
খয়েরবাড়ি ব্রিজ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সহধর্মিনী রেহেনা আশিকুর,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিলনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান সরকার প্রমুখ। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে ফুলবাড়ী সাংস্কৃতিক গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করেন।