করোনা ভাইরাসের সংকট অনেক কিছুই শিখিয়েছে মানুষকে।গরীবের চাল, টাকা কিংবা ত্রাণ নিয়ে যেমন নয় ছয় করেছেন অনেকে,তেমনি হত দরিদ্র অসহায় ও অসুস্থের কারণে উপার্জন বন্ধ হওয়া পরিবারের মানুষকে খুঁজে বের করে তার পাশে দাঁড়িয়ে মানবতার হাত এগিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে এই সমাজেই।তফাৎ শুধু মানসিকতা আর চিন্তা চেতনার।এমনিভাবে দরিদ্র অসহায় ও শারিরিক ভাবে অচল মানুষদের খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নবদূত সামাজীক ফোরামের ভাইস-চেয়ারম্যান,ওসমানীনগর উপজেলা সাংবাদীক ইউনিয়নের অর্থ সম্পাদক,দৈনিক কালজয়ী সিলেট প্রতিনিধি কে এম রায়হান।
এবারের ভয়াবহ বন্যায়ও তিনি ঝাপিয়ে পড়েছেন মানুষের সেবায়। নিজের সাধ্যমত চেষ্টা করেছেন অসহায়দের পাশে থাকার।পরিচিত বন্দু বান্দব ও আত্মীয় স্বজনদের কাছ থেকে চেয়ে এনে ঘরে ঘরে পৌছে দিতেছেন খাবার সামগ্রী।তরুন এই সাংবাদীকের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি একজন গরীবের সন্তান তাই গরীব অসহায় মানুষের কষ্ট দেখলে আমি ঘরে বসে থাকতে পারিনা নিজের সাধ্যমত চেষ্টা করি তাদের পাশে থাকার।
করোনা মহামারির সময় আমার এলাকার মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল,তখন সর্ব প্রথম আমি আমার সামাজীক সংঘঠন থেকে তাদের ঘরে খাবার পৌছে দিয়েছিলাম।আমি কৃতজ্ঞ তাদের কাছে আমার এ কাজে যারা আমার পাশে থেকে আর্থিকভাবে সহযোগীতা করছেন।বিশেষ ভাবে আমি যাদের কাছে কৃতজ্ঞ ,আমার মামা হাফিজ মাওঃ জুবায়ের বিন শায়েখ আব্দু রহিম,বড় ভাই মুফতি ওযায়ের আমিন সহ আর অনেকের কাছে।
এই ভয়াবহ বন্যায় আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। সবার কাছে করজোড়ে অনুরোধ আপনাদের সাধ্যমত তাদের পাশে দাড়ান। বন্যা পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনে আমরা সবাই এগিয়ে আসবো এই প্রত্যাশা আমার ।