কচুয়া উপজেলার উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পঞ্চগ্রাম মানবকল্যাণ সংস্থার আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষে শতাধিক লোকজনকে প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন,সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ও সংস্থার সভাপতি মো. আমিনুল ইসলাম ।
উত্তর শিবপুর সপ্রাবির সভাপতি জিসান আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,সংস্থার সেক্রেটারী মো. শাহজাহান,ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,উত্তর শিবপুর সপ্রাবির প্রধান শিক্ষক মানিক বনিক। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুর রহমান জয়,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,স্কুল শিক্ষক জিসান আহমেদ,যুবক এমএইচ নিহাজ রাজ,মাহফুজ রাজ.হৃদয় প্রধান,ফজলে রাব্বিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।