1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মাদারীপুরের ডাসার উপজেলার সদরদপ্তর মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাদারীপুরের ডাসার উপজেলার সদরদপ্তর মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন

মোঃ আতিকুর রহমান আজাদ :
  • প্রকাশিত: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৬ বার পড়েছে
মাদারীপুরের ডাসার উপজেলার সদরদপ্তর মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন
মাদারীপুরের ডাসার উপজেলার সদরদপ্তর মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন

মাদারীপুরে নবগঠিত ডাসার উপজেলা সদরদপ্তর উপজেলাটির মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে পাঁচ ইউনিয়নের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মুলফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পরে জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত নেতারা।আজ রবিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ সেপ্টেম্বর) রবিবার ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপজেলার ৫টি ইউনিয়ন থেকেই কয়েক হাজার মানুষ এসে জড়ো হয় ও ডাসার উপজেলা সদরদপ্তর বরিশালের গৌরনদী ও মাদারীপুরের ডাসারের সীমান্তবর্তী স্থানে নির্মান না করে বরং ভুরঘাটা-শশিকর অথবা পাথুরিয়ারপাড়-শশিকর রাস্তার পাশে,অথবা কোন মধ্যবর্তি স্থানে নির্মান করা হোক এমন দাবী করেন।

এ সময় উপস্থিত জনতার হাতে বিভিন্ন প্লাকার্ডে লিখিত দাবিও তুলে ধরেন ও শেখ হাসিনা মহাসড়কের উপরে উঠে যান জনসাধারণ।আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিনে বক্তব্য রাখেন,কালকিনি উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ও কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার,বালীগ্রাম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,

কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার,নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কাজী হেমায়েত উদ্দিন,ডাসার ইউপি আওয়ামী লীগ সভাপতি মাসুদ হোসেন খন্দকার,গোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ মাতুবাবর,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার,আ.লীগ নেতা শাহাদাৎ সরদার,খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে দাবী করা হয় যে,৫টি ইউনিয়ন নিয়ে নবগঠিত ডাসার উপজেলা পরিষদের কার্যক্রম যেখানে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে,সেই স্থানটি উপজেলার একপ্রান্তে ও বরিশালের গৌরনদী উপজেলার নিকটবর্তীতে অবস্থিত।ফলে পুরো ৫টি ইউনিয়নের জনসাধারণের সরকারি সেবা নিতে ভোগান্তির মধ্যে পড়তে হবে।এছাড়া নির্মিতব্য উপজেলা পরিষদেরকার্যক্রমে যেখানে ভবন নির্মাণ করা হবে এবং সম্প্রসারণ করা হবে তা পাশের গৌরনদী উপজেলার মধ্যেও পড়বে।

এই নবগঠিত উপজেলা পরিষদের হেডকোয়ার্টার ভুরঘাটা টু শশিকর সড়কের পাশে বা সংলগ্ন স্থানে উপজেলার মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবী করেন।এবং দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন এলাকাবাসী।মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD