মাগুরার শালিখায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা প্রশাসনের পরিচালনায় ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বছরব্যাপী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ১৮ টি চায়না দোয়ারী ও ১২০ পিস অবৈধ কারেন্ট জাল (২৫ হাজার মিটার) জব্দ করা হয় যা সোমবার (৬ আগস্ট) বিকালে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী,উপজেলা ক্ষেত্র সহকারী সোহেল রানা ও খন্দকার এজাজ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন,দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যদস্যু দমন করতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পাশাপাশি তিনি সবাইকে অবৈধ মৎস্য সরঞ্জাম দিয়ে মাছ শিকার না করার আহ্বান জানান।