মাগুরার শালিখায় কৃষকলীগ নেতা তৈয়ব আলীর উপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে৷ঘটনাটি ঘটেছে উপজেলার শরুশুনা গ্রামে৷ভুক্তভোগী তৈয়ব আলী গঙ্গারামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক,তিনি বলেন গত ০৪/১০/২১ ইং রোজ সোমবার সন্ধ্য ৭ টায় শালিখা উপজেলার দেওয়াডাঙ্গা গ্রাম থেকে আমার নিজ বাড়ির (খাটোর) উদ্দেশ্যে বের হলে শরুশুনা গ্রামের পথিমধ্যে দেশীয় অস্ত্র ও রড দিয়ে শাকিল (২৩),ইরাদত (২১),ইয়ামিন(২৩) আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায় কতিপয় দূর্বৃত্তরা৷
আমি সবাইকে চিনতে পারিনি তবে তিন জনকে চিনতে পেরেছি।ওরা আমার মাথায়,হাতে,পায়ে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।আর কিছুই বলতে পারবো না৷তৈয়ব আলীকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা শালিখা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন।পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে স্থান্তর করা হয়।তিনি এখন ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আহত তৈয়েব আলীর ভাই আব্দুর রশিদ জানান আমি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং আমার বড় ভাই মাল্টা আওয়ামীলীগের সভাপতি আমরা বার বার হামলার শিকার হচ্ছি৷এই ঘটনার আগে আমার বড় ভাই একবার হামলার শিকার হয়েছিলেন৷আমার ভাইকে পরিকল্পিত ভাবে মাথায় রড ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।আমার ছোট ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার৷
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন,হামলার ঘটনা সত্য এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।