টাঙ্গাইলে মধুপুরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ে মৎস কর্মকর্তার ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৫ মার্চ)সকাল ১১ টায় ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় আর.ডি.এফ.এফ. চাষিদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে পাবদা, গুলশা, সিং-মাগুর ও গলদাকার্প মিশ্র চাষ প্যাকেজের আওতায় উক্ত প্রশিক্ষণে মধুপুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তারিকুল ইসলাম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী জিয়াউল হান্নান, ক্ষেত্র সহকারী সাবিনা ইয়াসমিন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত মৎস চাষিদের মাঝে ৩টি প্যাকেজের মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।