সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে একলক্ষ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার ( ৭ মে ) দুপুরে দোয়ারাবাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ভূয়া ডাক্তার এবং অবৈধ ফার্মেসিতে অভিযান চালানো হয়। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটের নূর মেডিকেল হলের ড্রাগ লাইসেন্স না থাকায় এবং সত্ত্বাধিকারী রফিকুল ইসলামকে অপচিকিৎসার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওইদিন একই ইউনিয়নের বাংলাবাজারের জেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা, মা-মণি মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও শাহজালাল ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খাঁন, দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দে, স্বাস্থ্য পরিদর্শক মৃদুল চন্দ্র দাস প্রমুখ।