1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ভোলায় স্পিডবোটে করে চলছে রমরমা মাদক ব্যবসা!
বাংলাদেশ । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ।। ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন ।

ভোলায় স্পিডবোটে করে চলছে রমরমা মাদক ব্যবসা!

আর জে শান্ত
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৫০ বার পড়েছে

মাদকের রাজধানী মিয়ানমারের সান স্টেট  থেকে তুয়াঙ্গী-ইয়াঙ্গুন হয়ে নৌপথে সিত্তেই (মিয়ানমার) হয়ে কক্সবাজারের মহেষখালী। মহেষখালী থেকে কারবারিরা সিত্তেই রুট ব্যবহার করে উপকুলীয় অঞ্চল ভোলায় নিয়ে আসছে মাদক। নৌপথে মাদক সরবরাহ সুবিধা হওয়ায় কারবারিরা বেশিভাগ সময়ে বড় বড় চালান গুলো সরবরাহে মেঘনা ও তেতুলিয়ার অবৈধ স্পিডবোট ব্যবহার করছে।

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। সমেয়র পরিক্রমায় তেঁতুলিয়ার তীরে গড়ে  উঠা ভোলা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভেদুরিয়া ইউনিয়ন, এখানে ৩০ হাজার মানুষের বসবাস। কলেজ সহ ২০টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান।

মাদকের বিস্তার ক্রমাগত এক ভয়ঙ্কর রুপ নিচ্ছে এখানে। স্থানীয়রা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদইচ্ছার অভাবেই এমনটা হচ্ছে।  সুত্রমতে,আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে মাদক সরবরাহের স্থান চিহ্নিত হওয়ায় কারবারিরা সরবরাহেরর রুট পরিবর্তন করে তেতুলিয়া নদী বেষ্টিত ভেদুরিয়া ও তার কাছাকাছি ইউনিয়ন গুলোকে বেছে নিয়েছে। স্থানগুলোতে রাঁত গভীর হওয়ার সাথে সাথেই মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হতে থাকে।

প্রাইভেট কার, মাইক্রোবাস, দ্রুতগামী সিএনজি, মটর সাইকেল ও দ্রুতগামী স্পিড বোটের ইঞ্জিনের শব্দে স্থানীয়দের ঘুম ভাঙ্গে।  মাদক ব্যবসায়ীরা  রাঁত ১২ টার পর থেকে ভোর রাঁত পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট ব্যবহার করছেন। সংশ্লিষ্টি সুত্র বলছে, এই কাজে ৭ টি স্পিডবোটেই মাদক সরবরাহ করা হয় ।

অনুসন্ধানে জানাযায়, ভোলার তেতুলিয়া, মেঘনায় অবৈধ স্পিডবোটে সয়লাব। ভেদুরিয়া ঘাটেই ১২৪ টি স্পিডবোট, এর মধ্যে স্পেশাল নামে ৭ টি বোড শুধু মাত্র মাদক কারবারি ও বিভিন্ন বে-আইনি কাজে ব্যবহাহৃত হয়। রাঁত ৩ টা থেকে ৪টার মধ্যে নদীর ডুবো চর গুলোতে স্পিডবোট নোঙ্গর করে ঢাকাগামী লঞ্চ আসার অপেক্ষায় থাকে। কাঙ্কিত লঞ্চ আসলে লঞ্চ থেকে মাদক পাচারকারি চক্রের সদস্য দুধর্ষ সাহানুর বেগম (৩০) সহ একাধিক আন্ডার গ্রাউন্ডের মাদক ব্যবসায়ীদের সহোচর কর্তৃক মাদক বুঝে নদী পাড়ি দিয়ে ভেদুরিয়া সংলগ্ন তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অপেক্ষাকৃত মাদক ব্যবসায়ীদের হাতে পৌছে দেয়।

তেতুলিয়া সংলগ্ন ভেলুমিয়ার শীল বাড়ির দরজার ৪ রাস্তার মোর, বিশ্বরোডের মাথার লঞ্চ ঘাট, চরগাজী গাছালীর মোর, ভেলুমিয়া বাজার, শরীফখান বাজার এবং ভেদুরিয়ার ব্যাংকের হাট, বউবাজার,ভাওয়ালীকান্দা,বান্দের পাড়,হামিদ খাঁন ব্রীজ,টেকের হাট, চাঁন মাঝির বাগান,মোল্লা বাজার, শেরেবাংলা,চর চটকিমারায়,চর চন্দ্রমোহন ও মুনসীর চরের বিভিন্ন পয়েন্ট দিয়ে সরবরাহ সহ সব ধরনের মাদক পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।

তথ্যসুত্রে জানাযায়, ভেদুরিয়া ঘাট থেকে মাদক ব্যবসার ডিলার লাল মনির (৩০), সোহরাব (২৫) বর্তমানে মাদক মামলায় জেলে আছে, কালু (২৫), ইঊনুছ (৩০) মিলন (৩০), ইউছুপ ফলপান (৩৫), মনির চকিদার (৩০) ছোটন (৩৫) ,কোষ্টগার্ডের সোর্স জিয়া (৩৫), ইব্রাহীম (৩০),ইব্রাহীম মহুরী (৩৫),শহিদুল মেম্বার (৪০) ও রফিক (৪৫) সহ ৩০ সদস্যর এই স্থানীয় চক্রটি স্থল পথে মাদক পাচার করে জেলার পাইকার ও খুচরা বিক্রেতাদের হাতে তুলে দেন। এদের অনেকেই মাদক মামলার চিহিৃত আসামী। স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোঃ মোসলেউদ্দিন পাটওয়ারী ঘটনার সত্যতা শিকার করে বলেন, অপরাধী যেই হউক তাকে আইনের আওতায় আনা জরুরী।

অনুসন্ধানে আরো জানাযায়, ২০১৯ সালের ৫ জুন  মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইউপি সদস্য হাকিম মিঝিকে হত্যা করে সন্ত্রাসীরা। ২০১৬ সালের ২ নভেম্বর মাদক ব্যবসায়ী কর্তৃক স্কুল ছাত্রী শিশু নাবিলাকে ধর্ষন করে হত্যা করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর শুক্রবার  ঐ চক্রের সংঘবদ্ধ চক্র ইয়াবা সংক্রান্ত একটি ভিডিওকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ডের মোল্লা মসজিদের  (চৌরাস্তার) সামনে থেকে স্পিড বোট ব্যবসায়ি সোহেল (৩০) কে  দিনে দুপুরে অপহরণ করার চেষ্টা কালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায়।

স্থানীয় মাসুদ মিস্ত্রী (৪২),মোতাহার হোসেন ব্যাপারী (৬৫), ইব্রাহীম চকিদার (৪৫), বিবি রহিমা (৫৫) ঘটনার প্রত্যক্ষদর্শী। তারা বলছেন , আমরা স্থানীয়রা যদি সেদিন এই সন্ত্রাসীদের ধাওয়া না দিতাম তাহলে এখানে বড় ধরনের খুন খারাবি হওয়ার ঘটনা ঘটতো। ১০ টা বছর হইছে এই এলাকায় নেশা ব্যবসায়ীদের আনা গোনা, এদের কারনে আমগো পোলাপাইনও আজ নেশা ধইরা নষ্ট হইতাছে।

স্থানীয় কামাল মেম্বার, ডাক্তার আলমগীর, ঘাট ইজারাদার মাইনুদ্দিন বলেন, যাতায়াত মাধ্যম নদী নির্ভর হওয়ায় এই নদী গুলোতে অবৈধ স্পিড বোটে সয়লাব হয়ে রয়েছে। স্পিডবোটে মাদক চালান করতে সুবিধা। এই চক্রের সাথে ৩০-৩৫ জনের একটি গ্রুপ রয়েছে। প্রশাসন ইচ্ছা করলেই এদের সায়েস্তা করতে পারে। আমরা এলাকায় বসবাস করতে হবে, এর চেয়ে বেশি কিছু বলা যাবেনা।

ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মাষ্টার বলেন, জেলা শহরা থেকে মাত্র সারে ১০ কিলোমিটার দুরত্বের হলেও মাদকে সয়লাভ হয়েছে ইউনিয়নটির ৪০ বর্গ কিলোমিটার। প্রায় এক যুগ ধরে এই অবস্থা চলতে থাকলেও প্রশাসনের অভিযান চোখে পড়ার ছিলনা। সমাজের প্রভাবশালী অনেক ব্যক্তিবর্গ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় তাদের টিকিটি স্পর্শ করতে পারেনা আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সদইচ্ছাকে দায়ি করে বলেন এই অবস্থার পরিবর্তন খুব জরুরী।

চেয়ারম্যান তাজুল ইসলাম মাষ্টার বলেন, ঘটনা সত্য , আমিও কয়েকটি মাদক স্পট সহ অপরাধীদের তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। এদের প্রভাবে আমার ইউনিয়নের বহু তরুণ-তরুণী নষ্ঠ হয়ে যাচ্ছে।

জেলার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল আলিম বলেন, সামাজিক সচেতনতা ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয়। তাছাড়া সরকারের আরো কিছু সংস্থাও মাদক নির্মূলে কাজ করছে । সুনিদৃষ্ট তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD