ভোলায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুনে, পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ন নথিপত্র ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউনিয়নের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুতুবা ইউনিয়নের মানিকারহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকারহাট বাজারে কুতুবা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সাটার ভেঙে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ সকল নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে বাজারের পাহারাদার চিৎকার করলে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়ার নির্বাচনী অফিসও সেখানে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়া বলেন, ২০০৮ সালে মানিকারহাট বাজারে এই ঘরটি ভাড়া নিয়ে আমি ইউনিয়ন আওয়ামী লীগের অফিস চালাচ্ছি। আজ ৩-৪ মাস ইউনিয়ন পরিষদে রিপিয়ারিংয়ের কাজ চলছে। তাই সেখানকার গুরুত্বপূর্ণ নথিপত্র গুলো আমার এই অফিসে নিয়ে আসছি। ওইখানে কাজ চলে বিধায় আমি এই অফিস থেকেই জন্মসনদ, নাগরিক সনদসহ পরিষদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকি। এবার চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে এই ইউনিয়ন থেকে আমি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এই সুবাদে আমি আমার নির্বাচনী কার্যক্রমও এই অফিস থেকে করে থাকি। আগুনে ইউনিয়নের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
গতকাল রাতে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের কাজী মো. কামালের কর্মীদের এই অফিসের চার পাশে ঘোরাঘুরি করতে দেখেছি। তার পরেই রাত ৩টা নাগাদ খবর পাই অফিসে আগুন লেগেছে। আমার ধারণা তারাই এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে অভিযুক্ত আনারস প্রতীকের প্রার্থী কাজী মো. কামালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুনের ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে পুলিশ সদস্যরা আছেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।