1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ভোলার তজুমদ্দিনে মেঘনায় জেলেদের মাঝে সংঘর্ষ আহত ৬
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভোলার তজুমদ্দিনে মেঘনায় জেলেদের মাঝে সংঘর্ষ আহত ৬

সিমা বেগম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৮ বার পড়েছে

ভোলার তজুমদ্দিনে মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছে। আহতদের একজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নৌকার মাঝি আব্দুল মন্নান জানান, মঙ্গলবার বিকালে চৌমুহনী মাছঘাট সংলগ্ন মেঘনার মাঝখানে মাছ ধরার জন্য জাল পাতেন। একই সময় কালাম মাঝির লোকজন তার পিছন দিয়ে জাল ফেলে। পরে তারা মন্নান মাঝির জাল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কালাম মাঝির নেতৃত্বে তার লোকজন। এ সময় মন্নান মাঝি তার নৌকার লোকজন নিয়ে বাঁধা দেয়। তখন কালাম মাঝি মোবাইলে সংবাদ দিলে তার আত্নীয় ফিরোজ মাঝি, মালেক মাঝি তাদের লোকজন নিয়ে মন্নান মাঝি ও তার নৌকার লোকজনের উপর লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। পরে আহত মন্নান মাঝি তজুমদ্দিন থানায় মারামারির সংবাদ দিলে পুলিশ স্প্রীড বোড যোগে তাদেরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসেন। হামলা মন্নান মাঝিসহ তার নৌকার ৬জন আহত হয়।

আহতরা হলেন, মান্নান মাঝি (৫০), জসিম (৩০), ফিরোজ (৩০), মোঃ করিম (৪৫), জিহাদ (১৫) ও নুর ইসলাম (৪০)। আহতের মধ্যে নুর ইসলামকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক সংঘর্ষের নিশ্চিত করে বলেন, মেঘনায় জেলেদের দুগ্রুপের সংঘর্ষের সংবাদ পেলে ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD