আজ ১৬ই এপ্রিল ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর থানা কর্তৃক চুয়াডাঙ্গা নিউমার্কেটে কাপড় ও জুতার দোকানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেশ কিছু দোকানে তদারকি করা হয়। এসময় অভিজাত গার্মেন্টস ও আজিজ গার্মেন্টসে কিছু অনিয়ম পরিলক্ষিত হয় এবং অধিক লাভে পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। শাস্তি স্বরূপ প্রতিষ্ঠান দুটিকে ঈদ পর্যন্ত প্রতিটা পণ্যে ট্যাগকৃত মূল্য থেকে ১০% ছাড়ে বিক্রয় করতে হবে। উক্ত নির্দেশনা অমান্য করলে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহম্মদ মহসিন পিপিএম ও নিউমার্কেটের সভাপতি উপস্থিত ছিলেন।
এছাড়া জীবননগর উপজেলাতে অভিযানে অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মুক্তিযোদ্ধা রোডে মেসার্স মিজান স্টোরকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং দামুড়হুদা জয়রামপুর তরমুজের আড়ত তদারকি করা হয়। এসময় সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও এস আই সিদ্ধার্থের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।