চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ফুটপাতে থাকা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে। চান্দগাঁও আবাসিক এ-ব্লকের নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতার সিএনজি চালক মো. আব্দুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেনে। তিনি বলেন, রাত সাড়ে ১১ টার দিকে সিএনজি চালক আব্দুল আলী ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে তুলে নিয়ে নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় নিয়ে ধর্ষণ করে। এরপর অভিযান চালিয়ে রাত ২ টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।