সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছেলের কাঠের তৈরী হাতল (সায়াট)আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার(৬ ডিসেম্বর) বিকাল সাড়ে পাচটার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছুট্টু মিয়া (৬৫)। পুলিশ তার ছেলে মনির হোসেন (৩০) ঘটনার ঘন্টায় আটক করেছে।
ঘটনা সুত্রে এলাকাবাসীও পুলিশ জানান, আজ বিকেলে বেড়তলা পূর্বপাড়া ছোট্টু মিয়ার নিজ বসত বাড়ীতে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। বাবা-ছেলে উভয়েই ইটমিলে কাজ করে জীবিকা নির্বাহ করে। ইটমিলে হইতে বাবা ও ছেলে অগ্রিম ৬৫ হাজার টাকা নিয়ে আসে। ঐ টাকা খরচ করাকে কেন্দ্র করে বাবা ছেলের মাঝে মনোমালিন্য হয়।
এক পর্যায়ে বাবা ছেলে কে ইটমিলে যেতে বললে ছেলে যেতে রাজি না হলে। বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি করিলে ছেলে মনির হোসেন (৩০) তাহার বাবা ছোট্ট মিয়ার প্রতি রাগান্বিত হয়ে। ধান মাড়াই করার কাঠের তৈরী হাতল (সায়াট) দিয়া তাহার বাবার মাথায় আঘাত করিলে, মাথায় আঘাত করে। তাহার মাতা মিনারা বেগম (৫৫) ফিরাতে গেলে মনির হোসেন তাহার মাকে ধাক্কা দিলে মা মিনারা বেগম খাটের পড়ে গিয়ে গলায় ও মাথায় গুরুতর আহত হয়। জখমী উভয়কেই হাসপাতালে নেওয়ার পথে মনির হোসেনের বাবা ছোট্টু মিয়া মৃত্যুবরণ করেন। ছেলের আঘাতে মা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মনির কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে যানা যায়। পরে খবর পেয়ে ঘটনার সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন এ প্রতিনিধিকে জানান,পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ছেলে মনির হোসেনকে আটক করা হয়েছে। নিহতের ছোটভাই মজিবর রহমান লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় হত্যা মামলা রুজু করা হয়ছে। ওসি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রহিয়াছে।