1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে সম্ভাব্য ইউপি প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে সম্ভাব্য ইউপি প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ

মোঃ তাসলিম উদ্দিন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৮৪ বার পড়েছে
ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে সম্ভাব্য ইউপি প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ

স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ইউনিয়ন পরিষদ।আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোটা সরাইল উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ।দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়,দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন।

উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত।তাই বর্তমান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে,দলীয় নীতি নির্ধারকদের প্রাধান্য দিচ্ছেন বেশি।তবে উপজেলায় আওয়ামী লীগ মনোনয়ন পেতে জেলা ও উপজেলার নেতাদের সাথে চলছে রাত-দিন তোর যোগাযোগ।দিচ্ছে বিভিন্ন সম্ভাব্য প্রার্থী কে বিভিন্নভাবে প্রতিশ্রুতির আশ্বাস।নিজের অবস্থান ঠিক রাখতে অনেকে মাঠ চষে বেড়াচ্ছেন।

নির্বাচন এলেই শুরু হয় অনেক নাটকীয়তা আবার অনেক নাটকের অবসান ও ঘটে।ইতিমধ্যে অনেকে নিজের যোগ্যতা আর অবস্থানকে জানান দিতে নিজ নিজ ফেইসবুক ওয়ালে ও অনলাইন নিউজ পোর্টালে আসছেন।এ নিয়ে গতকাল সরাইল উপজেলা আওয়ামীলীগের ৯টি ইউনিয়নের ১৭ অক্টোবর সকাল সাড়ে দশ ঘটিকার সময় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা আওয়ামীলীগের ইউপি পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী প্যানেল ইউনিয়ন ভিত্তিক অনুষ্টিত তৃণমূল প্রতিনিধি সভা হয়েছে।সভায় ৫৬ জনের দলীয় ফরম জমা পড়েছে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় কয়েক ডজন জন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।সম্ভাব্য প্রার্থীরা করোনা পরিস্থিতি ক্ষতিগ্রস্থ মানুষ জনের মধ্যে নানা ধরনের ত্রান সহয়তা প্রদান করছেন।এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ঈদ,দূর্গা পূজা ও বিবাহ-সাদীসহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিয়মিত।

এই বছর ইউপি নির্বাচনে দলীয় টিকিট না পেলে,দলীয় সিদ্ধান্তের বাইরে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দলের কারণে নিজে দাঁড়াতে না পারলে আত্বীয়ের মধ্যে কাউকে প্রার্থী দিতে এমনও চিন্তা ভাবনা করে রেখেছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন বেশীর ভাগ উদীয়মান তরুণ শিক্ষিত সম্ভাবনাময়ী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।নিজের গ্রহণযোগ্যতা ও দক্ষতা বিভিন্নভাবে তারা তাদের দলের সামনে তুলে ধরছেন।

কাউকে এমনও বলতে শোনা যাচ্ছে বর্তমান নির্বাচনে দলীয় টিকেট পাই বা না পাই আগামী পাঁচ বছরের জন্য নিজের পথকে সুগম করার জন্য এবারের অংশগ্রহণ।তবে উভয় দলে বর্তমান সময়ে যারা একটু ভালো অবস্থানে আছেন তারা নির্বাচন নিয়ে মুখ খুলছেন না,ভিতরে ভিতরে কিন্তু তাদের কাজ ঠিকই চলছে।নিজ নিজ প্রতিদ্বন্দ্বী কে ঘায়েল করতে আঁকছেন চক আশ্রয় নিচ্ছেন বিভিন্ন কুটকৌশলের।

তবে গতবারের টিকেট বঞ্চিত ও এবারের নতুনদের মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়জোড়।সবমিলিয়ে গোটা সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ।সাধারণ ভোটারদের মাঝেও কিছুটা আলোচনা উপলব্ধি করা যাচ্ছে।আওয়ামী লীগের প্রার্থী থেকে নৌকার মাঝি হওয়ার আশায় উপজেলা ও জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত লবিং করে চলেছেন তারা রাত-দিন এক করে।

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD