1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসকের বিশেষ সভা
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসকের বিশেষ সভা

আতাউর রহমান
  • প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার পড়েছে

“নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যারা নিজেরা আগুন দিয়ে অন্যকে ফাসিয়ে দেবার চেষ্টা করবেন, তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করেন, তাহলে ওই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আপনি বিজয়ী হতে পারবেন না, বিজয়ী হলেও ঘোষণা হবে না, ঘোষণা না হলে গেজেট হবে না, গেজেট হলে শপথ হবে না। সুতরাং কেউ নির্বাচনে বিশৃখলা সৃষ্টির অপচেষ্টা করবেন না। বিনয়ের সাথে বলছি, আপনারা সহযোগিতা করলে ব্রাহ্মণপাড়ায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।” সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে বিশেষ আইন শৃখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন। তিনি আরো বলেন, “কেউ আইনের উর্ধ্বে নয়। দলমত নির্বিশেষে সবাই একসাথে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন। ভোট কেন্দ্রে যদি কেউ ব্যালট বাক্সে হাত দেবার চেষ্টা করে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে দমন করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, দেবিদ্বার সার্কেলের এএসপি আমিরুল্লাহ, হোমনা সার্কেলের সিনিয়র এএসপি স্পিনা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, নির্বাচন কর্মকর্তা বুলবুল আহাম্মদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ। পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সরকার ও প্রশাসন একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন চায়। সেজন্য কঠোর অব¯ানে থাকবে পুলিশ প্রশাসন। কেউ যদি বিশৃখলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। সভায় উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD