কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে করোনার ২য় ডোজ টিকা প্রদানের কার্যক্রম গতকাল ২০ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে শুরু হয়েছে । ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্বাবধানে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ কার্যক্রম শুরু হয়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ও কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম ডোজ সম্পন্ন করেছে তাদের মধ্যে এ টিকা প্রদান করা হয়। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হয়। এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ বলেন, আজকে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার ২য় ডোজ টিকা প্রদান করা হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ও কওমী মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ২ হাজাট ৪ শত করোনা টিকা প্রদান করা হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন, “বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণটিকা কার্যক্রম চলমান রয়েছে। ” এসময় তিনি উপজেলার সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, “সরকারের এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে আপনাদের সন্তানদের করোনার ছোবল থেকে রক্ষা করতে এই গণ টিকা বাস্তবায়নে সহায়তা করুন। “