কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী হাজী মার্কেটে শনিবার গভীর রাতে আগুন লেগে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এতে ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের৷এলাকাবাসী এবং মার্কেটের ব্যবসায়ীরা এ প্রতিনিধিকে জানান, শনিবার রাত ৩ টায় হঠাৎ চার পাশে আগুন দেখতে পায় স্থানীয়রা৷
কিছু না বোঝার আগেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনে হাজী মার্কেটে মোঃ জালাল উদ্দিন ভূইয়ার মুদি দোকানে ১৬-১৮ লক্ষ, সোলেমানের ইলেকট্রনিক দোকানে ১৮-২০ লক্ষ, ফরিদ উদ্দিনের সার ও কীটনাশকসহ ৪ লক্ষ ৫০ হাজার, হাসান ভূইয়ার ৪ লক্ষ ৫০ হাজার, ফারুক আহাম্মদ এর মোবাইল দোকানে নগদ অর্থসহ ৫ লক্ষ,
আল-আমীন এর ফার্মেসিতে ৬ লক্ষ টাকা,মোঃ মান্নান এর দোকানে ৪ লক্ষ ৫০ হাজার, আঃ রশিদ এর মোদি দোকানে নগদ অর্থসহ ৫ লক্ষ, সোলেমান মিয়া মুদি দোকানির ৬ লক্ষ, মেন্টু শীল এর সেলুনে ২ লক্ষ, কাইয়ুম এর মটর চালিত ভ্যান ১ লক্ষ ৫০ হাজার, রুহলআমিন এর হোটেলের মালামাল ২ লক্ষ টাকাসহ ঐ মার্কেটের মোট ২২ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে যায়৷
এতে দোকান মালিকসহ মার্কেটের মালিকদের ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের৷ রাত ৩ টার দিকে আগুন লাগে পরে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের যৌথচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷
এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান ও বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল হোসেন চৌধুরী। এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।