কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেজাল, অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্য থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে গতকাল ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এ সময় তিনি ৭ হাজার ২০ টাকার ভেজালপণ্য জব্দসহ ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য দোকানে মজুদ রাখা ও বিক্রয়ের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভেজাল পণ্য, অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্য থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে গতকাল ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা। এসময় ভেজাল টমেটো সস খাবারের সাথে বিক্রয় করা ও ভোক্তাদের খাওয়ানোর অপরাধে “ইত্যাদি ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি হাউজ”কে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত নকল বিএসটিআই সিলযুক্ত মানহীন ও ভেজাল সয়া সস, ভিনেগার, কেওড়ার জল বিক্রির অপরাধে “মেসার্স মাস্টার এন্টারপ্রাইজ”কে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এসময় অন্য আরেক প্রতিষ্ঠান “মেসার্স নাইম এন্টারপ্রাইজ”কে নকল বিএসটিআই সিলযুক্ত অনুমোদনহীন প্রস্তুতকারী কর্তৃক প্রস্তুতকৃত মানহীন ও ভেজাল ভেজিটেবল সস, মটরশুটি বয়াম, বিরিয়ানি সেন্ট ও কেকের সেন্ট বিক্রয় করার অপরাধে ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এছাড়াও অভিযান পরিচালনা কালে সড়কের উপর অবৈধভাবে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো নামানোর অপরাধে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।