কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালায় আজ ২৯ জানুয়ারি শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যনের অদক্ষতা ও অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শুভ(১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ মাধবপুর ইউনিয়নের ষাটশালা গ্রামের ময়নাল হোসেনের ছেলে।
এ ব্যপারে নিহতের পিতা ময়নাল হোসেন বলেন, “গতকাল শনিবার আমার নতুন বাড়িতে পল্লিবিদ্যুৎ এর মিটার লাগানোর জন্য ২ জন লাইনম্যান আমার বসত বাড়িতে আসে। এ সময় তারা আমাদেরকে তাদের সহযোগিতা করার জন্য বলে। মিটার লাগানোর জন্য আমাকে তারের একপ্রান্ত ধরতে বলে এবং অপর প্রান্ত (মেইন লাইনের খাম্বায়) ঝুলে থাকা বৈদ্যুতিক তার আমার ছেলে শুভকে টানতে বলে।
শুভ খাম্বার কাছে যাওয়ার জন্য পানি থাকা পাশের জমিতে পা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এসময় আমি ও আমার স্ত্রী তাকে উদ্ধার করতে এগোতে চাইলে আমরাও বিদ্যুৎপিষ্ট হওয়ার আশংকায় উপস্থিত সকলে আমাদের আটকে রাখে। পরে পল্লিবিদ্যুৎ এর লাইনম্যান সংযোগ বিচ্ছিন্ন করলে আমরা ও এলাকাবাসী তাকে জমি থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. মবিন ইমতিয়াজ আমার ছেলে শুভকে মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনার বিচার দাবী করছি। ” নিহত শুভ’র অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।