কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার অসহায় ও দরিদ্র ৮ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ ছাড়াও সভা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গমাতার জন্মবার্ষী উদযাপন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান সরাসরি পর্দশন করা হয় এবং দিবসটি উপলক্ষে বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। এ সময়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আবদুল হালীম, সহকারী প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহাম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের শামীম হাসনাত প্রমুখ।