1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় ২ নারী আহত সীমানা প্রাচীর ভাংচুর
বাংলাদেশ । রবিবার, ০৫ মে ২০২৪ ।। ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার

ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় ২ নারী আহত সীমানা প্রাচীর ভাংচুর

আতাউর রহমান:
  • প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৩৬১ বার পড়েছে

দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল ১৬ জানুয়ারি রবিবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের শান্তিনগর গ্রামের সরকার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়ির সীমানাপ্রচীর ভাংচুর করে। এসময় হামলাকারীদের হামলায় দুই নারী আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারী ও সরকার বাড়ি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন হামলাকারীরা দলবল নিয়ে সরকার বাড়িতে হামলা চালায় এবং সীমানাপ্রাচীর ভাংচুর করে। এসময় তাদের হামলায় সাবেক মহিলা মেম্বার রেহেনা আক্তার (৪০) ও নূরুন্নাহার (৪৫) আহত হয়।

এ ব্যপারে প্রত্যক্ষদর্শী ও মৃত অহেদ সরকারের ছেলে মনির হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার ও আবুল কালামের স্ত্রী আসমা আক্তার রুপা সাংবাদিকদের জানান, দীর্ঘ প্রায় ৩৫ বছর আগে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত সিরাজ আলীর ছেলে ওয়াসেফ, খোরশেদ ও অহিদ এবং মৃত আঃ মুনাফ মিয়ার ছেলে হানিফ মিয়ার কাছ থেকে একই ইউনিয়নের শান্তিনগর গ্রামের অহেদ সরকার ১৮ শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘ অনেক বছর পর একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে রুশন এই জমির মালিকানা দাবী করেন।

এই জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের মধ্যে মাঝে মাঝে বাগবিতণ্ডা হতো। ঘটনার দিন ১৬ জানুয়ারি রবিবার সকালে রামচন্দ্রপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে রুশন, তার ছেলে রুকু, ফারুক, বিজয়, একই গ্রামের নান্নু মিয়ার ছেলে ইমাম, মৃত খোরশেদ মিয়ার ছেলে দেলোয়ার, সোহাগসহ আরও প্রায় ৫০ জন লাঠিসোটা, হেমার ও শাবল নিয়ে পার্শ্ববর্তী শান্তিনগর গ্রামের সরকার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাড়ির সীমানাপ্রচীর ভাংচুর করে ও জবরদখল করে স্থাপনা নির্মাণ করতে শুরু করে।

এ সময় মৃত অহেদ সরকারের ছেলে খোরশেদ আলম এর স্ত্রী সাবেক (ইউপি) মহিলা মেম্বার রেহেনা আক্তার তাদের বাধা দিলে হামলাকারীরা রেহেনা আক্তারকে মারধর করে। রেহেনা আক্তারকে বাঁচাতে তার চাচাতো ভাই জয়দল হোসেনের স্ত্রী নূরুন্নাহার এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। এসময় তাদের হামলায় রেহেনা আক্তার ও নূরুন্নাহার আহত হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত রেহেনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD