ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রন্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে। “মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭৭ জন ঋণ গ্রহীতার মাঝে সুদমুক্ত ঋণের টাকা ও চেক বিতরণ করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে বর্তমান সরকার সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। তাঁরা বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রচলন করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে বর্তমান সরকার।
সভা শেষে, পল্লাী সমাজ সেবা প্রকল্পের আওতায় ৪৭ জন ঋণ গ্রহীতার মাঝে ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা, ১২ জন পূর্ণ ঋণ গ্রহীতার মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, পল্লী মাতৃ কেন্দ্র প্রকল্পের আওতায় ১০ জন ঋণ গ্রহীতার মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা ও পল্লী মাতৃ কেন্দ্রের সম্পাদিকা ৮ জনের মাঝে ৯৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দ।