কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউপি নির্বাচনে গত ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার আটটি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন সংরক্ষিত মহিলা প্রার্থী এবং ২৫ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মালাপাড়া ইউনিয়নের মোঃ জাকির হোসেন ভূইয়া, মোঃ মনির হোসেন, মোঃ সালাউদ্দিন, দুলালপুর ইউনিয়নের কাশেদুল ইসলাম ভূইয়া, মাধুপপুর ইউনিয়নের মোহাম্মদ আবু ইউছুফ, শিদলাই ইউনিয়নের গাজী সাইদুল ইসলাম এবং মোঃ শাহ পরান। এরা সকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। শিদলাই ইউনিয়নের সংরক্ষিত মহিলা প্রার্থী ১নং ওয়ার্ডের ফিরোজা বেগম এবং চান্দলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী শরিফা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এছাড়া সাধারণ সদস্য পদে মালাপাড়া ইউনিয়নের ৬ জন, দুলালপুর ইউনিয়নের ১ জন, শশীদল ইউনিয়নে ৬ জন, সাহেবাবাদ ইউনিয়নে ৩ জন, ব্রাহ্মণপাড়া ইউনিয়নে ২ জন, মাধুপপুর ইউনিয়নে ৩ জন এবং শিদলাই ইউনিয়নে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ০৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য ছিল। ০৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হয়েছে এবং ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।