কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে এসআই সাইফুল ইসলাম, এএসআই মতিউর রহমান ও এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী(পশ্চিম পাড়া) মোঃ সুমন মিয়ার বাড়ির গোয়াল ঘরের ভিতর থেকে ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার মল্লিকা দিঘী গ্রামের মৃত আয়েত আলী ওরফে তিতু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন মিয়া (৩৩) পালিয়ে যায়। পলাতক সুমনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতকা আসামী উপজেলার মাধবপুর ইউনিয়ন উত্তর চান্দলা গ্রামের আব্বাছ আলীর ছেলে জাহের মিয়া(৫০)কে গ্রেফতার করে।
এছাড়াও, এএসআই কৃষ্ণ সরকার, এএসআই আজিজুর রহমান, এএসআই শাহাবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মনির হোসেন, চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের মকবুল হোসেন প্রকাশ মালু মিয়ার ছেলে মোঃ শরীফ, শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া ও আশাবাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে হেলাল উদ্দিন’কে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।