1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংদের হামলায় ছাত্র রক্তাক্ত
বাংলাদেশ । শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ।। ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংদের হামলায় ছাত্র রক্তাক্ত

কবির হোসেন মিজি:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৪৮ বার পড়েছে

চাঁদপুর শহরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জের ধরে কিশোর গ্যাংদের হামলায় রাকিবুল ইসলাম (১৮) নামক এক কলেজছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ১৪ মে শনিবার বেলা ১২ টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস ইকরা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। কিশোর গ্যাংদের হামলায় কলেজ ছাত্র রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। আহত কলেজছাত্র যুবক চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিলন্দীয়া গ্রামের ডাক্তার বাড়ির ডাঃ রফিকুল ইসলামের ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। আহত রাকিবুল ইসলাম জানান, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার হৃদয় গাজী নামে এক যুবক তার বোনকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। এ নিয়ে প্রায় দুই মাস পূর্বে তার পিতা ডাক্তার রফিকুল ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার জের ধরেই তার উপর এমন অতর্কিত হামলা চালানো হয়েছে। রাকিবুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে টার দিকে সে তার বাড়ি থেকে অটো রিক্সায় করে চাঁদপুর সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি ওয়ারলেস ইকরা একাডেমির সামনে আসলে হৃদয় গাজী ও তার সাথে থাকা অজ্ঞাত আরো ৩/৪ জনকে নিয়ে রাকিবুলের গাড়ি আটকে পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি আঘাতে রাকিবুল ইসলামের মাথা এবং পা রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে তার সহপাঠীরা এবং প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিশোর গ্যাংদের এমন অতর্কিত হামলার ঘটনায় চাঁদপুরের পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী কলেজছাত্রের পরিবারটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD