কুমিল্লার বুড়িচংয়ে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকের যে অনাকাঙ্খিত ঘটনা সংগঠিত হয়েছিল আজ ১৯ ডিসেম্বর বিকেলে তার সুষ্ঠু পরিসমাপ্তি হয়েছে। বুড়িচং উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দারের সার্বিক তত্ত্বাবধানে ও বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যানে সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. আবদুছ ছালাম খন্দকার, ময়নামতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সরু মিয়া, বীরমুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো. বাছির উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আ: মতিন, বীরমুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, বুড়িচং উপজেলা শ্রমিকলীগের সভাপতিওবায়দুল হক লিটনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ। পরে দেশ ও জাতির অতন্দ্র প্রহরী বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ এক উভয়ে বুড়িচং উপজেলা কমপ্লেক্স এ নির্মিত জাতির জনকের ম্যুরালের পাদদেশে এক ফটো সেশনে মিলিত হন। পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের নতুন বন্ধনে চলার আহবান জানান।