কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কুমিল্লার অন্যান্য উপজেলার মতো বুড়িচং উপজেলার সকল ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য, একটা সহিংসতামুক্ত নির্বাচন। কেউ ইচ্ছে করলেও বিশৃঙ্খলা করার সুযোগ পাবেন না। কেউ সেই চেষ্টা করলে- আটক করে কারাদণ্ড দেয়া হবে। আমরা কোনো অবস্থাতেই কমপ্রোমাইজ করা হবে না। আমাদের দায়িত্বপ্রাপ্ত টিম কাজ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন শুরুর ৩২ ঘন্টা পূর্বে বাইরের লোক এলাও করা হবে না। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা কথা দিলাম সুষ্ঠু নির্বাচন হবে। আমরা যে কথা দেই, সেই কথা রাখি।
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন।