কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক চারটি অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ সহ ৫ জনকে আটক করে। ওই দিন দুপুরে তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুড়িচং থানার ওসি এম আলমগীর হোসেন জানান শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুড়িচং থানা পুলিশ পৃথক পৃথক চারটি অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ।
বুড়িচং থানার এসআই সুজয় কুমার মজুমদার এর নেতৃত্বে এসআই মোহাম্মদ বাদল মিঞা, এসআই আব্দুল জব্বার, এসআই আব্দুল আজিজ, এএসআই মোঃ আব্দুল্লাহ এএসআই মোঃ মহসিন আলম, এএসআই মোঃ শাহ জালাল মিয়া, এএসআই মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি, বাকশীমুল ইউনিয়ন এর গদানগর, পাল্টি রাজাপুর এলাকা হতে মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক সহ আটক করে।
.আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর পাচুরিয়া গ্রামের মোঃ মন্সুর মৃধার ছেলে মোঃ আফসার মৃধা (২৯), কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চড়ানল ( জমাদ্দার বাড়ির) মৃত আব্দুস ছোবহানের ছেলে মোঃ আঃ শাহীন (৩৬) একই ইউনিয়নের পাচওরা গ্রামের (কাজী বাড়ীর)কাজী দুলাল মিয়ার ছেলে কাজী বাকিদুল হাছান (২২) চড়ানল গ্রামের মোঃ রমিজ মিয়ার ছেলে সাইফুল (২৮) ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি (আনন্দ পুর খবি উল্লাহর বাড়ির) খবি উল্লাহর ছেলে মোঃ মজিবুর রহমান হোসেন (২৪)। বুড়িচং থানায় মাদক আইনে পৃথক চারটি নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।