মহামারি কভোডি-১৯ করোনা প্রতিরোধ কল্পে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী দিনে ১০ টি বিভিন্ন কেন্দ্রে ২৮ টি বুথে ৬ হাজার টিকা প্রদান করা হয়েছে। গতকাল ৭ আগস্ট সকালে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এড. আবুল হাসেম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মীর হোসেন মিঠু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.গোলাম আযম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান এড. রেজাউল করিম, বুড়িচং উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজী মোমিনুল হক।
ষোলনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক ও বুড়িচং উপজেলা যুবলীগ নেতারহাজী বিল্লাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইঞ্জি. বাছির খাঁন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সচিব খাবির উদ্দীন, আবুল কাসেম মেম্বার।