আসছে ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১২ জানুয়ারি ধার্য করা হলেও ইতোমধ্যে মনোনয়নপত্র ক্রয়ের জন্য সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। গতকাল ৩ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত সময়ে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ২৯ জন ও মেম্বার প্রার্থী পদে ১৫৮ জনসহ মোট ২০৪ জন তাদের মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র বাছাই ১৫ আওয়ামীলীগ প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ইতোধ্যে নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থণ পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ময়নামতি ইউনিয়ন ছাত্রলীগে সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব গতকাল ৩ জানুয়ারি বুড়িচং উপজেলা নির্বাচন অফিসের তার মনোনয়নপত্র ক্রয় করেন। পরে উপজেলা কমপ্লেক্স বঙ্গবন্ধুর ম্যুরালে তাঁর সমর্থন ভোটার বন্ধুদের নিয়ে একটি ফটো সেশনে মিলিত হন।
এসময় উপস্থিত ছিল আওয়ামীলীগ নেতা আবদুল হক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার, আওয়ামীলীগ সদস্য গোলাম মোস্তফা বাবুল, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম, এম. বিল্লাল হোসেন, মো. সুমন মিয়া, আটিএন শাকিল আহাম্মদ, আটিএন সোহাগ মিয়া, মেহেদী হাসান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।