বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিএফআরআই এর গবেষকদের সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে গত ৯ ই ডিসেম্বর USFS/IP এবং বিএফআরআই এর মধ্যে সমঝোতা স্মারক (MoU)স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে ড. রফিকুল হায়দার, পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং US Forest Service/ International Program এর পক্ষে ড. আবু মোস্তফা কামাল উদ্দীন, প্রজেক্ট লিড, কম্পাস প্রোগ্রাম, USFS/IP স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন গবেষণা বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ এবং উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও USFS/IP এর প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় বিএফআরআই এর নতুন নিয়োগপ্রাপ্ত গবেষণা কর্মকর্তাগণসহ গবেষকদের Capacity Building এ সহায়ক হবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে বন বিষয়ক যৌথ গবেষণাসহ (Collaborative Research) বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার আয়োজন ও অংশগ্রহণে সহযোগিতা বৃদ্ধি পাবে। উক্ত সমঝোতা স্মারক বন ও পরিবেশ রক্ষায় যৌথ গবেষণার মাধ্যমে বাংলাদেশের বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করবে।