কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইয়াছিন দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছিলেন।সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসীমকে সদস্য সচিব করে নতুন কমিটি দেওয়া হয়। সেখানে তাকে সদস্য রাখা হয়েছে।
তিনি কুমিল্লা-৬ সদর আসনের বিএনপি দলীয় পদপ্রার্থী। তিনি একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী। এদিকে আমিন উর রশিদ ইয়াছিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ খবরে রাতেই নগরীতে আনন্দ মিছিল করেন নেত্রবৃন্দ।