প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আজ বানারীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের কাজ শুরু হচ্ছে, এছাড়াও বহু উন্নয়ন কর্ম চলমান রয়েছে। বক্তব্যের ফাঁকে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন নিজ দলের কিছু স্বার্থান্বেসী মহল এ সকল উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে বিভিন্ন ভাবে (এমপির) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা দুঃখজনক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বরিশালের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাবেক কমান্ডার আনসার আলী হাওলাদার, জেলা আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন হাওলাদার, বানারীপাড়ার মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাস, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা ও থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। সভা শেষে মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তি প্রস্তরটির উদ্বোধন করা হয়।