বাগেরহাটের শরণখোলায় র্যাবের কর্মকর্তা কখনও সেনা অফিসার পরিচয় দিয়ে একাধিক বিয়ে করা প্রতারক মারুফ শেখ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খুলনার ফুলতলা থেকে তাকে আটক করে শরণখোলায় নিয়ে আসা হয়।শরণখোলা থানার ওসি মোঃ সাইয়েদুর রহমান জানান, সাবেক বিডিআরের চাকুরীচ্যুত সদস্য বাগেরহাট সদরের শ্রীঘাট ফুলবাড়ী গ্রামের রমজান আলী শেখের পুত্র মারুফ শেখ নিজেকে কখনো সেনাবাহিনীর অফিসার কখনো র্যাবের অফিসার পরিচয় দিয়ে গোপনে শরণখোলার বিভিন্ন গ্রামে ছয়টি বিয়ে করে। এদের মধ্যে দক্ষিণ তাফালবাড়ী গ্রামের সালমা বেগম, উত্তর তাফালবাড়ী গ্রামের জেসমিন বেগম, শরণখোলা গ্রামের কারিমা বেগম, সোনাতলা গ্রামের বৃষ্টি আক্তার ও উত্তর তাফালবাড়ী গ্রামে মারুফা বেগমের নাম জানা গেছে। এসব বিয়ের পরে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় মারুফ শেখ। দীর্ঘদিন পালিয়ে থাকা মারুফের একাধিক বিয়ের সন্ধান ও প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উত্তর তাফালবাড়ী গ্রামের সুলতান জোমাদ্দারের কণ্যা জেসমিন বেগম ১৫ জুলাই শরণখোলা থানায় মারুফ শেখের বিরুদ্ধে ধর্ষণ ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শরনখোলা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রামে এক বাড়ীতে লুকিয়ে থাকা মারুফ শেখকে গ্রেফতার করে শরণখোলায় নিয়ে আসেন। শুক্রবার বেলা ১০ টার দিকে তাকে বাগেরহাট কোর্টে প্রেরন করা হয়।