বাগেরহাটের মোংলায় ৭৩টি বিলুপ্ত প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।সোমবার রাতে জেলার মোংলা উপজেলার দিগরাজ এলাকা থেকে কচ্ছপসহ মনোজ রায় (৩০) নামে এক ব্যাক্তিকে আটক করে তারা।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনোজ রায়কে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
মনোজ রায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে।এদিকে,কচ্ছপগুলোকে মঙ্গলবার সকালে খান জাহান আলীর (র.) দীঘিতে এগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার লে. এম মামুনুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোংলার দিগরাজ শিল্প এলাকা সংলগ্ন আপাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সন্ধি কচ্ছপসহ একজনকে আটক করা হয়।
কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় বরিশাল থেকে কিনে এনে মোংলার দিগরাজ বাজারে বিক্রির জন্য এসেছিলেন তিনি।জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৬ কেজি যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা’।