বাগেরহাটের মোংলায় বিপুল পরিমান গাঁজাসহ বেবী বেগম (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুরিয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড প্রদান করা হয়।
মোংলা যৌথ বাহিনীর ইনচার্জ নয়নকুমার রাজবংশী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পালানোর চেষ্টা করলে মোংলা থানা পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে তাকে আটক করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে মংলা থানায় ৭টি মাদক মামলা রয়েছে”।ভ্রম্যমান আদালত মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।এসময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখসহ নৌবাহিনী, কোষ্টগার্ড,মোংলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।