বলেশ্বর নদে ফেরি উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়াবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। বুধবার দুপুর ১২টায় রায়েন্দা পারে স্থাপিত ফলক উন্মোচনের মধ্যদিয়ে ডা. রুস্তম আলী ফরাজী ও অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মাছুয়া-রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে দুই সাংসদ পৃথকভাবে দুই পারের সংযোগ সড়কেরও উদ্বোধন করেন।
পরে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ার্যান মো. রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে রায়েন্দা ফেরিঘাটসংলগ্ন বেড়িবাঁধের ওপর এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মিরাজ, শরণখোলা উপজেলা আওয়ামীলগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
বক্তারা বলেন, বলেশ্বরের ফেরি শুধু মানুষ পারাপার নয়, অর্থনৈতকি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ফেরি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজুপর, মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে নতুন সেতুবন্ধ তৈরী হলো।