সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে।আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সরকার মানুষের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
পশুপাখী পালনের মাধ্যমে অনেক বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হয়ে উঠেছে। বতর্মান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তাদেরকে বিনা টাকায় প্রশিক্ষণ প্রদান করছে।জননেত্রী শেখ হাসিনার সরকার প্রাণী সম্পদঅধিদপ্তরকে আধুনিকায়ন করেছেন। জনবান্ধব সরকার জনগনের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এমপি শিউলি আজাদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে দেশ এগিয়ে যাচ্ছে, বর্তমানে জনগন স্বস্তি ও শান্তিতে আছে।ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি সরাইল উপজেলা দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।”স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ ‘ এই স্লোগানকে সামনে নিয়ে
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.শ্যামল কুমার চৌধুরী (ভারপ্রাপ্ত)। বক্তব্য রাখেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, যুবলীগ নেতা কাজী শিলভী প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে মেলার ৩১টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩১২আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ (এমপি)।
এছাড়াও পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্প মন্ত্রনালয়।