বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা ব্রীজের পার্শে ইয়াবা বিক্রির সময় ৫৬০ পিচ ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকস টিম গ্রেফতার করেছে।
বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান মিলন বলেন রবিবার বিকাল পৌনে চারটার সময় সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা ব্রিজের তিন রাস্তার মোড় থেকে ইয়াবা বিক্রির সময় একজনকে ৫৬০ পিচ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদককারবারীর নাম বাবুল (২৭)। সে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের রব হাওলাদারের সন্তান।
বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার উপ পরিদর্শক জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে বিকেল ৩টার দিকে একটি টিম চালিতাতলা গ্রামে অবস্থান নেয়। কিছুক্ষণ পর উত্তর দিক থেকে আসা বাবুল চালিতাতলা ব্রীজ পাড় হওয়ার পূর্ব মুহূর্তে তাকে তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫৬০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ লক্ষ আটষট্টি হাজার টাকা। এ ব্যপারে বাবুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।